অনিঃশেষ
সূর্য ডোবে যথারীতি সমুদ্র কিনারে।
প্রাণের কোরক গায় অবেলার গান
বিদায়ের সুর ভাসে অন্তর্দীপ্ত জলে
পৃথিবীর পূর্ণপথে যতিহীন দৌড়
উর্ধমূখী প্রকৃতির ব্যাপক প্রচেষ্টাঃ
জীবন প্রতীক খোঁজে নূতন বিস্তার।
সূর্য ওঠে পুনরায় অনন্ত আশায়...
ফুলের সৌরভে আসে নূতনের দিন
সকল--ই অনিঃশেষ সুষম জগতে।
সময়ের খেলা চলে নিজস্ব আধারে,
আনন্দ বেদনা মুদ্রা এ পিঠে ও পিঠে।
০৭/০৩/২০২১
২৩শে মাঘ১৪২৭
কলঙ্কিনী চাঁদ
আমারই নিজের পাপ,
আমারই সে অভিশাপ,
আমারই নিজের ভুল-ভ্রান্তি, অপরাধ –
নীরবে সাজায়ে মুখে
দূর আকাশের বুকে
তুমি আজ কলঙ্কিনী চাঁদ !
আমার না বলা কথা,
আমার গোপন ব্যাথা
তোমারই দু'চোখে আজ বৃষ্টি হয়ে ঝরে !
আমার কামনা-বিন্দু
বাসনার সিন্ধু হয়ে
বেদনায় উছলায় তোমারই অধরে !
সকল অপ্রাপ্তি, গ্লানি –
আমারই নিজের জানি ;
আমারই নিজের ক্লান্তি, দুঃখ-অবসাদ –
নীরবে সাজায়ে মুখে
দূর আকাশের বুকে
তুমি আজ কলঙ্কিনী চাঁদ !
3 Comments
সত্যিই অসাধারণ হয়ছে
ReplyDeleteআমাদের দুইটি সাইটে আপনি,
Comment BackLink করতে চাইলে
করতে পারেন !
আমার সাইটের নাম
www.webangali.com
www.bd-express.top
অসাধারণ.! অনেক মজা পেলাম,আমার সাইটে ঘুরে আসার জন্য অনুরোধ রইল আমাদের সাইটে Comment backlink করতে চাইলে,
ReplyDeleteনিচের লিংকে ক্লিক করে ঘুরে আসুন আমাদের সাইটে।
https://mytecbd.com/
.
.
ReplyDeleteব্যাকলিংক করতে চাইলে
সাইট টি ঘুরে আসুন।
Click Here;
এছাড়াও ভালোবাসার গল্প
koster golpo,funny golpo
etc. golpo porte amader site asun